প্যান-আধার লিঙ্ক না করালে অকেজো হয়ে যেতে পারে প্যান কার্ড(Pan-Aadhar Link Timing)। এমনটাই জানিয়েছে আয়কর দফতর। ইতিমধ্যেই এই লিঙ্কের চূড়ান্ত সময়সীমা ধার্য হয়েছে ২০২৩ সালের মার্চ পর্যন্ত। শনিবার এক টুইটে আয়কর দফতর(Income Tax Department) জানায়, ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে প্যান-আধার লিঙ্ক করাতে হবে। নচেৎ ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে প্যান কার্ড(Pan-Aadhar Card Link) অকেজো হয়ে যাবে বলেই খবর।
১৯৬১ সালের আয়কর আইন উদ্ধৃত করে টুইটে আয়কর দফতর জানায়, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে দেশের সব প্যান কার্ড গ্রাহকদের বাধ্যতামূলকভাবে প্যান-আধার লিঙ্ক করাতে হবে। তা না করলে আগামী ১ এপ্রিল, ২০২৩ থেকে প্যান কার্ডটি আর কাজে লাগবে না। ফলে সমস্ত দেশবাসীকে অবিলম্বে প্যান-আধার কার্ড লিঙ্ক(Pan-Aadhar Card Link) করানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন- Tunisha Sharma Death : আত্মহত্যায় 'প্ররোচনা', গ্রেফতার তুনিশার সহ-অভিনেতা শেজান খান