SBI ATM Withdrawal Rule: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের প্রতারকদের হাত থেকে বাঁচাতে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিতে বিশেষ পরিবর্তন এনেছে। এবার থেকে এই ব্যাঙ্কের গ্রাহকরা ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক চলতি বছর থেকে এই ওটিপি ভিত্তিক টাকা তোলার পরিষেবা চালু করেছে ৷ গত কয়েক বছর ধরে এটিএম থেকে টাকা তোলার সময় বিভিন্ন ব্যাঙ্কের বহু গ্রাহক প্রতারকদের পাল্লায় পড়ে টাকা খুইয়েছেন। এটিএম জালিয়াতি গ্রাহকদের পাশাপাশি ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের বড় মাথাব্যথার কারণ। তাই এই সমস্যা মেটাতে এবার এসবিআই এই পরিষেবা চালু করেছে। ব্যাঙ্ক জানিয়েছে, এটিএম থেকে একবারে ১০ হাজার বা তার বেশি অংকের টাকা তোলার ক্ষেত্রে ওটিপি প্রয়োজন হবে।
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই নতুন পদ্ধতি সুরক্ষার একটি অতিরিক্ত স্তর হিসাবে কাজ করবে। গ্রাহকদের যে মোবাইল নম্বরটি ব্যাঙ্কে নথিভুক্ত রয়েছে সেটিতে ওটিপি আসবে। সেই ওটিপি ব্যবহার না করে এটিএম থেকে টাকা তোলা যাবে না।
Partha On Tet Corruption : টেট দুর্নীতিতেও পার্থর নাম, বাড়ি থেকে উদ্ধার একাধিক নথি, দাবি ইডির
1. এটিএমে কার্ড সোয়াইপ করুন
2. মেশিনে কার্ডের পিন ইনপুট করুন
3. টাকার পরিমাণ ইনপুট করুন
4. এটিএম আপনার কাছে ওটিপি চাইবে
5. ওটিপি ব্যাঙ্ক আপনার ফোনে পাঠাবে
6. এটিম-এ ওটিপি ইনপুট করুন
7. ওটিপি ঠিক হলে এটিএম থেকে টাকা বের হবে
8. যে ফোনটি ব্যাঙ্কে নথিভুক্ত তাতে ওটিপি আসবে
9. তাই দ্বিতীয় কোনও ব্যক্তি আপনার কার্ড দিয়ে টাকা তুলতে পারবে না