এবার থেকে ইলেক্ট্রিক স্কুটার কিনলে, চার্জারের খরচও ফেরত দেবে ওলা। বৃহস্পতিবার এই নিয়ে বিবৃতি দিয়েছে সংস্থা। টুইটারে তাঁরা জানিয়েছেন, এই পদক্ষেপ সংস্থার প্রতি ক্রেতাদের বিশ্বাস ও প্রতিশ্রুতি বাড়াবে। আগের রিপোর্টে বলা হয়েছিল, ১৩০ কোটি টাকা ফেরাবে ওলা। তবে ঠিক কত টাকা তাঁরা ফেরত দিতে চাইছে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
ওলার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গ্রাহকদের প্রতি বিশ্বাস ধরে রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে প্রযুক্তিগত দিকগুলিকে সরিয়ে রেখে তাঁরা অন্যদের জন্য এই উদ্যোগকে এক উদাহরণ হিসেবে তুলে ধরতে চান। তাই ওলা কর্তৃপক্ষ যোগ্য গ্রাহকদের চার্জার তহবিল ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।