স্বাস্থ্যবিমা গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে সব হাসপাতালেই চালু ক্যাশলেস পরিষেবা। ঘোষণা করল জিআইসি।
সংশ্লিষ্ট বিমা সংস্থার নেটওয়ার্কের অধীনে থাকা হাসপাতাল ছাড়াও যে কোনও হাসপাতাল এবার ক্যাশলেস পরিষেবা দিতে বাধ্য।
জেনারেল ইন্সুরেন্স কাউন্সিল (GIC), স্বাস্থ্য বিমা সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করেই ‘ক্যাশলেস এভরিওয়্যার’ প্রকল্প চালু করল। এতদিন, একজন স্বাস্থ্য বিমা পলিসিধারক তার বিমা সংস্থার আওতায় নথিভুক্ত থাকা হাসপাতালেই নগদহীন স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতেন।