কেন্দ্রীয় সরকারের তরফে চূড়ান্ত অনুমতি এসে গিয়েছে। যার ফলে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার মধ্যে একত্রীকরণ সম্পন্ন হবে ১২ নভেম্বরের মধ্যে। এবং যার অন্যতম মালিকানা গ্রহণ করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। শুক্রবার একটি প্রেস রিলিজ প্রকাশ করে এই বিষয়ে জানানো হয়েছে উড়ান সংস্থা ভিস্তারার তরফে।
শুক্রবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার একত্রীকরণ চুক্তির মধ্যে সরাসরি বিদেশি বিনিয়োগ করতে চেয়েছিল তারা। অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফে সেই বিনিয়োগের সম্মতি এসেছে। এর ফলে এয়ারইন্ডিয়া ও ভিস্তারার ২৫.১ শতাংশ অংশীদারিত্ব থাকবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে, ৭৩.৮ শতাংশের মালিকানা থাকবে টাটা গোষ্ঠীর হাতে এবং অন্য একটি সংস্থার হাতে ১.১ শতাংশের মালিকানা থাকবে।
এদিকে এই পরিস্থিতির মাঝে ৩ সেপ্টেম্বর থেকে ভিস্তারার বুকিং বন্ধ হয়ে যাবে। এবং ১১ নভেম্বরের পর সমস্ত টিকিট এয়ার ইন্ডিয়ার মাধ্যমে কাটতে হবে। একই সঙ্গে ভিস্তারার তরফে জানানো হয়েছে, ১২ নভেম্বরের পর যে সব যাত্রীদের টিকিট ভিস্তারার বিমানে রয়েছে তাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানে যাতায়াত করবেন। ইমেইল এবং মেসেজের মাধ্যমে এই বিষয়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
যদিও এবিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি সংস্থার একত্রীকরণ হলেও যাত্রীদের কোনও সমস্যা তৈরি হবে না। এবিষয়ে ভিস্তারার CEO বিনোদ কান্নান জানিয়েছেন, এই সংযুক্তির ফলে যাত্রী স্বচ্ছন্দ আরও বৃদ্ধি পাবে। তাঁদের যাত্রীরা আরও সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।