১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু চলতি বছরের বাজেট অন্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী। যা ভোট অন অ্য়াকাউন্ট নামেও পরিচিত।
কেন অন্তর্বর্তী বাজেট?
যেহেতু চলতি বছরে লোকসভা নির্বাচন রয়েছে সেকারণে ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। মাত্র চার মাসের জন্য এই বাজেট বলবৎ হবে। নতুন সরকার ক্ষমতায় এসে ফের বাজেট হতে পারে। অন্তর্বতীকালীন বাজেটে মূলত কেন্দ্রীয় সরকারের আয় ব্যায়ের সামগ্রিক চিত্র তুলে ধরা হবে।
কী কী বদল হতে পারে?
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, অন্তর্বর্তী বাজেটে এমন কিছু উল্লেখ করা যাবে না যা ভোটারদের প্রভাবিত করতে পারে। এবং এরসঙ্গে বাজেটে করের কাঠামো বা গুরুত্বপূর্ণ কোনও নীতির পরিবর্তন করা যাবে না।