সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর । নির্মলা সীতারমন জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা সমস্ত অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের জন্য বাড়ানো হচ্ছে ।
২০১৮ সালে সেপ্টেম্বরে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প । আয়ুষ্মান ভারতের অধীনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY প্রকল্প বিশ্বের বৃহত্তম হেলথ অ্যাসসিওরেন্স প্রকল্প হিসাবে স্বীকৃত ।
অর্থমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য খাতে, মহিলা ও শিশুদের স্বাস্থ্যের জন্য একাধিক প্রকল্প কার্যকর হবে। প্রসূতি ও নবজাতকদের চিকিৎসার জন্য় নানা উদ্যোগ নেওয়া হবে ।