লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে জোর দেওয়া হল মহিলাদের ক্ষমতায়নের উপর । নির্মলা সীতারমন জানালেন, ‘লাখপতি দিদি’ প্রকল্পে আরও ২-৩ কোটি মহিলা উপকৃত হবেন ।
নির্মলা সীতারমন বলেন, "৮৩ লাখ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে । মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে । এর ফলে এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন । অন্য মহিলাদের কাছে উদাহরণ । এই প্রকল্পের নাম ‘লাখপতি দিদি’।" নির্মলা জানিয়েছেন, এতদিন ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।
মেয়েদের ক্ষমতায়ন নিয়ে সীতারমন আরও বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেশিরভাগ বাড়ির মালিক মহিলারা। ফলে তাঁদের আত্মসম্মান বেড়েছে। মেয়েরা অনেক বেশি কাজে যোগ দিচ্ছেন। ১০ বছরে ২৮ শতাংশ অংশগ্রহণ বেড়েছে ।'