সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণে জোর দিতে চলেছে কেন্দ্র । অন্তর্বর্তী বাজেট চলাকালীন সীতারমন জানান, ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকাকরণে প্রাধান্য দেওয়া হবে । সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই লক্ষ্য ।
এছাড়া, স্বাস্থ্য খাতে, মহিলা ও শিশুদের স্বাস্থ্যের জন্য একাধিক প্রকল্প কার্যকর হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রসূতি ও নবজাতকদের চিকিৎসার জন্য় নানা উদ্যোগ নেওয়া হবে । পোষণ ২.০ আনা হচ্ছে। টিকাকরণের হার বাড়ানো হবে মিশন ইন্দ্রধনুষের অধীনে ।
আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাড়ানো হচ্ছে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ।