নেটফ্লিক্স মানেই বিনোদন। কিন্তু এবার আর শুধু বিনোদন নয়। স্ক্রিন থেকে সরাসরি আপনার প্লেটে আসতে চলেছে নেটফ্লিক্সের কনটেন্ট। কারণ বাজারে আসছে এই সংস্থার নতুন রেস্তোরাঁ। যার নাম 'নেটফ্লিক্স বাইটস'। আগামী ৩০ জুন লস অ্যাঞ্জেলসে এই রেস্তোরাঁর উদ্বোধন হবে।
সম্প্রতি নেটফ্লিক্স তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে সংস্থাটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে রেস্তোরাঁটি সাজানো হয়েছে বড় লাল রঙের 'N' লোগো আর টুড়ুম অর্থাৎ নেটফ্লিক্সের সিগনেচার টিউন দিয়ে।
আরও পড়ুন - অচেনা নম্বরের ফোনে বিরক্ত? জানুন হোয়াটঅ্যাপের এই নয়া ফিচার সম্পর্কে
ফলে এবার নেটফ্লিক্সে যে সব কুকিং শো দেখে আপনার জিভে জল চলে আসত, এবার সেগুলোই নেটফ্লিক্স আর চিল করতে করতে চেখে দেখতে পারবেন এই রেস্তোরাঁয়।