একজনের পাসওয়ার্ড দিয়ে একাধিকজন উপভোগ করবেন নেটফ্লিক্স। এতদিনের এই রীতি এবার ভাঙতে চলেছে। ২০ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নেটফ্লিক্সের (Netflix password sharing) নয়া নিয়ম। যাঁর পাসওয়ার্ড কেবল তিনিই উপভোগ করতে পারবেন নেটফ্লিক্সের বিনোদন। গত বছরই এই রীতি শুরু হয়েছিল আমেরিকাতে। চলতি বছরের মে মাসের মধ্যে তা ছড়িয়ে পড়েছে ১০০-র বেশি দেশে।
বৃহস্পতিবার থেকেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে ইউজারদের উদ্দেশে বার্তা পাঠানো শুরু করল নেটফ্লিক্স। ইউজারদের (Netflix mailed users) নথিভুক্ত ইমেইল আইডিতে পাসওয়ার্ড শেয়ারিং সংক্রান্ত নতুন পলিসি পাঠানো শুরু করেছে নেটফ্লিক্স। অ্যাকাউন্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শুধুমাত্র তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের জন্য।
আরও পড়ুন: নেটফ্লিক্সের রেস্তোরাঁ ! পাতে পড়বে সিরিজে দেখানো সব লোভনীয় পদ
যদি পরিবারের বাইরের কেউ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তবে অবশ্যই তাঁদের একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে প্ল্যান অনুযায়ী টাকা দিতে হবে।
টিভিতে নেটফ্লিক্স সাইন ইন করুন। তারপর নেটফ্লিক্সের হোম স্ক্রিন থেকে ‘মেনু’ অপশনে যান। তারপর সেখান থেকে ‘গেট হেলপ’ অপশন ক্লিক করুন, সেখানে গিয়ে ‘ম্যানেজ নেটফ্লিক্স হাউজহোল্ড’ অপশএ ক্লিক করে কনফার্ম করুন।