বয়স মাত্র ৪ মাস । এখনও কথাও বলতে শেখেনি, হাঁটতেও শেখেনি । কিন্তু, এই বয়সেই আরবপতি । হ্যাঁ ঠিকই শুনেছেন । ওই খুদে ২০০ কোটির বেশি শেয়ার উপহার পেয়েছে । নাম একগ্রহ রোহন মূর্তি । ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি নাতি । সম্প্রতি, নারায়ণ মূর্তি তাঁর নাতিকে ২৪০ কোটির বেশি মূল্যের শেয়ার উপহার দিয়েছেন ।
এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে, ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি পরিষেবা সংস্থায় একগ্রহ-র ১৫,০০,০০০ শেয়ার রয়েছে, যা ০.০৪ শতাংশের সমান । এর পরে, ইনফোসিসে নারায়ণ মূর্তির শেয়ার ০.৪০ শতাংশ থেকে কমে হয়েছে ০.৩৬ শতাংশ । যা ১ কোটি ৫১ লাখের বেশি ।
নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির ছেলে রোহন ও তাঁর স্ত্রী অপর্ণা ২০২৩ সালে নভেম্বরে পুত্র সন্তানের বাবা-মা হন । নারায়ণ মূর্তি ১৯৮১ সালে ইনফোসিস প্রতিষ্ঠা করেন । কোম্পানিটি ১৯৯৯ সালের মার্চ মাসে 'ন্যাসডাক'-এ তালিকাভুক্ত হয় ।