মঙ্গলবার নতুন শিখর স্পর্শ করল টায়ার প্রস্তুতকারক সংস্থা এমআরএফ। শেয়ার মার্কেটে তৈরি হল নবতম রেকর্ড। বম্বে স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার ১.৩৭ শতাংশ স্টক বৃদ্ধি হওয়ায় ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে এই সংস্থা। এটিই এমআরএফ-এর সর্বকালের সর্বোচ্চ শেয়ার দর। শুধু তাই নয়, দালাল স্ট্রিটে এমআরএফ-ই প্রথম সংস্থা, যারা ১ লক্ষের স্টক পেরোল। এই প্রথম কোনও ভারতীয় সংস্থার শেয়ারের মূল্যে পৌঁছে গেল ১ লক্ষে।
মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে শেয়ার প্রতি ৯৯,৫০০ টাকায় ওপেন হয় এই শেয়ার। গত এক বছরে এই শেয়ারে দুর্দান্ত উন্নতি হয়েছে। গত এক বছরে এটি প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। ভারতে স্টক লিস্টের শীর্ষ তালিকায় যে ক'টি সর্বোচ্চ ট্যাগ মূল্যের শেয়ার রয়েছে তার মধ্যে এমআরএফ অন্যতম।
এই 'রেকর্ড' উত্থানের নেপথ্যে যে শুধুমাত্র 'উচ্চ মূল্য' তকমা রয়েছে তা নয়। বরং বিনিয়োগকারীরা শেয়ার কেনার সময় সবচেয়ে বেশি জোর দেন যে বিষয়টিতে তা হল- Price To Earning কিংবা Price To Book Value। যে কোনও শেয়ার কেনার সময়ই সেই স্টকের 'ভ্যালু সিকিউরিটি'র ওপর জোর দিয়ে থাকেন ইনভেস্টররা। উচ্চ মূল্য তকমা বা হাই প্রাইস ট্যাগের ক্ষেত্রে তা আরও গুরুত্বপূর্ণ।
সংস্থার মার্চ ত্রৈমাসিকের ভাল পারফরম্যান্স এই শেয়ার বৃদ্ধির পিছনে মূল অনুঘটকের কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে কাঁচামালের দামের পতনও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কোনও উৎপাদনকারী সংস্থার কাঁচামালের দাম কমলে মুনাফার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। আর সেই সম্ভাবনার দিকে তাকিয়েই সেই শেয়ারে টাকা ঢালতে থাকেন বিনিয়োগকারীরা।