এক্সিট পোলে বিজেপির বিপুল জয়ের ইঙ্গিত পেয়েই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। সপ্তম তথা শেষ দফার ভোট ছিল শনিবার। সেদিন সন্ধেয় প্রকাশিত হয় এক্সিট পোলের ফলাফল৷ সেই ফল প্রকাশ্যে আসার পর সোমবারই প্রথম খুলল দালাল স্ট্রিট। সকাল থেকেই হু হু করে বাড়ছে বিভিন্ন শেয়ারের দর।
একলাফে ২৬২১.৯৮ পয়েন্ট চড়েছে সেনসেক্স। নিফটিও ৮০৭.২০ পয়েন্ট চড়েছে বাজার খুলতেই। রীতিমতো উচ্ছ্বাসের পরিবেশ, খুশির হাওয়া দালাল স্ট্রিটে৷ প্রায় সব শেয়ারের দরই গ্রিন সূচকে পৌঁছে গিয়েছে।
৩ থেকে ৭ শতাংশ হারে বেড়েছে লার্সেন অ্যান্ড টুব্রো, এনটিপিসি, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এম অ্যান্ড এম, আইসিআইসিআই ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমিেন্ট কোম্পানির শেয়ারের দর। গত ৫ দিন ধরে মন্দা ছিল শেয়ার বাজার। ৩১ মে ৭৫ পয়েন্টে বন্ধ হয়েছিল শেয়ার বাজার৷ কিন্তু এক্সিট পোল প্রকাশ্যে আসার পরেই বাজার একদম চাঙ্গা।