মেসি (Lionel Messi), এমবাপেদের (Embappe) সঙ্গে বিশ্বকাপে নয়া রেকর্ড গড়ল গুগল। রবিবার রাতে ২০২২ ফুটবল (Qatar World Cup Final) বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা (Argentina)। সেই রাতেই গত ২৫ বছরের সব সার্চ রেকর্ডকে ভেঙে ফেলেছে গুগল সার্চ (Google Search)।
১৮ ডিসেম্বর রাতে গুগল সার্চে গত ২৫ বছরের মধ্যে সব থেকে বেশি ট্রাফিক হয়েছে। অর্থাৎ সবথেকে বেশি মানুষ ওই সময়ে গুগলে সার্চ করেছেন। আর একটা বিষয়েই সার্চ করেছেন। সেটা হল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। সোমবার এমনটাই জানিয়েছেন অ্যালফাবেট এবং গুগলের সিইও সুন্দর পিচাই।
বিশ্বকাপ ফাইনাল শেষে সন্দর পিচাই টুইটে জানিয়েছেন, 'FIFA World Cup ফাইনাল ম্যাচ চলাকালীন গত ২৫ বছরের সার্চের সব রেকর্ড ভেঙে গিয়েছে। মনে করা হচ্ছিল যেন, গোটা বিশ্ব একটাই জিনিস সার্চ করছে।' টুইট করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শুভেচ্ছাও জানান পিচাই।
আরও পড়ুন- ১১ বছরের আগের স্মৃতি উসকে দিল মেসি, ভাইরাল দুই ১০ নম্বর জার্সির গল্প
অ্যালফআবেট প্রধান টুইট করে লেখেন, 'সর্বকালের সেরা ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্তিনা এবং ফ্রান্স খুবই ভাল খেলেছে। জোগো বোনিটো। মেসির থেকে বেশি এই ট্রফি আর কারও প্রাপ্য ছিল না। মেসি বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার।'