শেয়ার বাজারে এলআইসি-র (LIC) শেয়ারের শুরুটা মসৃণ হল না। মঙ্গলবার সকালে রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি-র বহু প্রতিক্ষিত শেয়ারের কেনা-বেচা শুরু হয়। কিন্তু বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) এদিন এলআইসি-র শেয়ার ঘিরে ক্রেতাদের মধ্যে প্রত্যাশিত উৎসাহ ছিল না। তাই শুরুতে দাম ৯০০ টাকার উপরে উঠলেও দিনের শেষে শেয়ারের দাম প্রায় ৮৭০ টাকায় নেমে আসে ।
শেয়ার বাজারে ছাড়ার আগে এলআইসি-র শেয়ার পিছু দাম রাখা হয়েছিল ৯৪৯ টাকা। কিন্তু গ্রাহকদের মধ্যে তেমন এই শেয়ার কেনার ব্যাপারে তেমন উৎসাহ না থাকায় বম্বে স্টক এক্সচেঞ্জে নির্ধারিত দামের থেকে প্রায় ৯ শতাংশ কমে অর্থাৎ ৮৬৭ টাকায় এলআইসির শেয়ার লিস্টিং করা হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ার লিস্টিং করা হয় ৮৭২ টাকায়।
মঙ্গলবার শেয়ার বাজার খোলার পর প্রথম দিকে অল্প সময়ের জন্য এলআইসির শেয়ারের দাম কিছুটা বেড়ে ৯১৮ টাকা হয়। কিন্তু পরে সেই দাম পড়তে থাকে। একসময় তা নেমে যায় ৮৬০ টাকারও নিচে। দিনের শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম ছিল ৮৭৩ টাকা এবং বম্বে স্টক এক্সচেঞ্জে সেই দাম ছিল ৮৭২ টাকায়।
বিশেষজ্ঞদের মতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি এখন ভালো নয়। তাই এলআইসি-র মতো বড় সংস্থার শেয়ারেও টাকা ঢালতে সাহস পাচ্ছেন না বিনিয়োগকারীরা। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাজারের হাল ফেরার জন্য অপেক্ষা করতে হবে। আগামী দিনে বাজারের হাল ফিরলে এলআইসি-র শেয়ারের প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।