এলআইসির (LIC) ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও (IPO) ঘোষিত হল। শেয়ারের মাধ্যমে সংস্থাটির বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু হল ৫ মে থেকে। সংস্থায় লগ্নি করতে আগ্রহীদের আবেদনপত্র গ্রহণ শুরু হচ্ছে। ৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। তার পরে হবে ঝাড়াই-বাছাই পর্ব। যাঁদের আবেদন গৃহীত হবে, তাঁরাই হবেন দেশের বৃহত্তম জীবন বিমা (LIC) সংস্থাটির শেয়ারহোল্ডার। বাদ পড়লে লগ্নির টাকা ফেরত পাবেন।
প্রসঙ্গত, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় জীবন বিমা নিগম (LIC IPO) বুধবার ভারতীয় শেয়ার বাজারে আত্মপ্রকাশ করবে। শেয়ারে বিনিয়োগকারীরা ৪ মে থেকে এলআইসির (LIC share) শেয়ার কিনতে পারবেন। অবশেষে সেটাই ঘটল। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। আর তার পরই শুরু হল নানা মহলে নানা বিতর্ক।
আরও পড়ুন: নাবালিকা ধর্ষণে উত্তরপ্রদেশে গ্রেফতার অভিযুক্ত পুলিশ, ললিতপুরের ঘটনায় রিপোর্ট তলব
রেপো রেটের (Repo rate) ধাক্কা সত্ত্বেও 'অভিষেক' মন্দ হল না জীবন বিমা নিগমের ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (LIC IPO)। প্রথমদিনেই সার্বিকভাবে মোট ৬৭ শতাংশ আইপিওয়ের সাবস্ক্রাইব হয়ে গিয়েছে।
পলিসিহোল্ডার এবং কর্মীদের জন্য সংরক্ষিত শেয়ার ধরে মোট ১৬.২ কোটি শেয়ার বাজারে ছাড়া হয়েছিল। বুধবার ১০.২ কোটি শেয়ারের জন্য আবেদনপত্র জমা পড়েছে।