দেশের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মঞ্চ প্রস্তুত । আনুমানিক ৭৮,০০০ কোটি টাকায় পাঁচ শতাংশ শেয়ার বিক্রির জন্য রবিবার সিকিউরিটিড অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) কাছে খসড়া জমা দিল এলআইসি। আগামী মাসেই বাজারে সেই শেয়ার ছাড়া হতে পারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১.৬ কোটি শেয়ার ছাড়া হবে। যা সংস্থার পাঁচ শতাংশ ইক্যুইটি শেয়ারের সমতুল্য।
LIC IPO ইস্যুর ১০ শতাংশ পর্যন্ত পলিসিহোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে বলে শোনা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, এলআইসির মোট ২৫ কোটি পলিসিহোল্ডার রয়েছে। যেখানে দেশে ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা ৭.৫ কোটির কাছাকাছি। এরকম একটা পরিস্থিতিতে, যে সব পলিসি হোল্ডাররা এলআইসি শেয়ার কিনতে চান, তাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে।