২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন ( ITR filing) জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই। গত কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল যে এই সময়সীমা বাড়ানো হতে পারে, কিন্তু এই বিষয়ে আয়কর দফতর কিছু ঘোষণা না করায় সময়সীমা বাড়ছে না বলেই ওয়াকিবহাল মহল মনে করছে। সেক্ষেত্রে প্রশ্ন হল ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না করতে পারলে কী হবে?
আয়কর দফতরের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত গোটা দেশে প্রায় ৩ কোটি মানুষ আয়কর রিটার্ন জমার জন্য আবেদন করেছেন আয়কর দফতরের পোর্টালে। যাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা করতে পারছেন না, তাঁরা ২০২২-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়ার সময় পাবেন। তবে তার জন্য দিতে হবে ‘লেট ফি’।
Sudipta Sen:কাঁথি পুরসভা থেকে ফাইল ‘উধাও’, জেলে সুদীপ্তকে জেরা পুলিশের
যাঁদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের ক্ষেত্রে লেট ফি ১০০০ টাকা। আর বার্ষিক আয় ৫ লক্ষের বেশি হলে দিতে হবে ৫০০০ টাকা। যাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা করতে পারছেন না, তাঁদের সেক্ষেত্রে আলাদা করে রিটার্ন জমার জন্য আবেদন করতে হবে। আইটিআর ইউ’ নামে একটি ফর্মও পূরণ করতে হবে এবং জানাতে হবে কী কারণে তাঁরা সময় মতো আয়কর রিটার্ন জমা করতে পারেননি।