বিয়ের মরসুম চলছে জোর কদমে। স্বভাবতই এই সময় সোনা কেনাকাটা বাড়ে। এদিকে সোনার দামে গত কয়েকদিন ধরেই হাত পুড়ছে মধ্যবিত্তের। তবে মঙ্গলবার খানিক স্বস্তি সোনার দামে। গুড রিটার্নসের আপডেট বলছে, ৩১ জানুয়ারি মঙ্গলবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫২,৫০০ টাকা । গতকাল সমপরিমাণ সোনার দাম ছিল ৫২,৬৫০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় দাম কমেছে ১৫০ টাকা।
ED Raids Kolkata: কলকাতায় ফের সক্রিয় ইডি , শহরের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান
এদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫৭,২৭০ টাকা। গতকাল দাম ছিল ৫৭,৪৪০ টাকা/১০ গ্রাম৷ এক্ষেত্রেই সামান্য কমেছে দাম। মঙ্গলবার ৩১ জানুয়ারি কলকাতায় রূপোর দাম দাঁড়িয়েছে ৭২,৩০০ টাকা প্রতি কেজি, গতকালের তুলনায় দাম কমেছে ১০০ টাকা।