পরপর দু'দিন সোনার দাম সস্তা হলেও, সপ্তাহান্তে বাড়ল সোনার দাম। মাঘ পড়তেই শুরু বিয়ের মরসুম। এইসময় স্বভাবতই সোনা কেনাকাটা বাড়ে। কিন্তু সপ্তাহের শেষে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,২৩৫ টাকা গতকালের তুলনায় এক্ষেত্রে দাম বেড়েছে ৩৫ টাকা। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫২,৩৫০ টাকা অর্থাৎ এক্ষেত্রে দাম বেড়েছে ৩৫০ টাকা।
No Sex Effects Health: বহুদিন সেক্স থেকে দূরে? ডেকে আনছেন অন্য অসুখ, বলছে গবেষণা
শুক্রবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,৭১১ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেটের আজকের দাম ৫৭,১১০ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৩৮০ টাকা। তবে হলুদ ধাতু দামের দিকে চোখ রাঙালেও, স্বস্তি মিলেছে রুপোর দরে। গতকালের থেকে সামান্য কমেছে রুপোর দাম। শুক্রবার ১ কেজি রুপোর দাম যাচ্ছে ৭২,১০০ টাকা।