ফের বাড়ল সোনার দাম। সপ্তাহের শেষে এসে দাম বেড়ে গেল। বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম (Gold price today) ছিল ৫০ হাজার ২০০ টাকা। শুক্রবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আরও বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫০ হাজার ৭৩০ টাকা। যা অবস্থা, তাতে পুজোর মধ্যে সোনার দাম (Gold price) সাধারণ মানুষের নাগালে আসবে কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। শুধু সোনাই নয়, বৃদ্ধি পেল রূপোর দামও (Silver price)। বৃহস্পতিবার ১০ গ্রাম রূপোর দাম ছিল ৫৭৪ টাকা। শুক্রবার সেটি গিয়ে দাঁড়াল ৫৮০ টাকায়।
আরও পড়ুন: পুজোর মরশুমে বাড়ল সোনার দাম, লক্ষ্মীবারে ১০ গ্রামে দাম বাড়ল ২০০ টাকা
বেড়েছে ২২ ক্যারেট সোনার দামও (Gold price)। বৃহস্পতিবারের ৫০০ টাকা দাম বেড়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম শুক্রবার হল ৪৬ হাজার ৫০০ টাকা।
গত তিনদিন ধরে ক্রমেই বৃদ্ধির পাচ্ছে সোনার দাম (Gold price)। তা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। প্রশ্ন একটাই, পুজোর আগে কি কোনওভাবে বদলাতে পারে এই পরিস্থিতি? আশাবাদী বিশেষজ্ঞরা।