বিমা, ইনসিওরেন্স(Insurance) শব্দগুলি শুধু কিন্তু মানুষের জন্য নয় । আপনার বাড়ির পোষ্যটাও পেতে পারে বিমার সুযোগ-সুবিধা (Pet Insurance Policy) । পেট ইনসিওরেন্স নিয়ে হয়তো ধারণা অনেকরই নেই । কী সুবিধা আছে এই বিমার, বিমা নেওয়ার আগে কোন কোন দিক মাথায় রাখতে হবে , সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন...
আরও পড়ুন, Gold-Silver Price Today : সপ্তাহের প্রথম দিন সোনা-রুপো-য় স্বস্তি, আজ কলকাতায় দর কত জেনে নিন
নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স, বাজাজ অ্যালিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স , গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স ইত্যাদি ।
পোষ্যদের সংখ্যা বাড়ছে দেশজুড়ে । রিপোর্ট বলছে, দেশে পোষ্যের বাজার ২০২৫ সালের মধ্যে ১০ হাজার কোটির স্তরে পৌঁছে যাবে । তাই, বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যটির কথা ভাবুন । আাগামী দিনে বিমার সুযোগ-সুবিধা নিন ।