বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ দেখা গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ দেখতেও লাগেনি কোনও সাবস্ক্রিবশন। তবে, এবার ফ্রি-এর দিন শেষ। জিও সিনেমা দেখতে খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। সম্প্রতি সেরকমই খবর ছড়িয়েছে বাজারে।
নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও কিংবা ডিজনি+ হটস্টারে যেমন মাসিক সাবস্ক্রিপশন লাগে, এবার থেকে সে রকমই সাবস্ক্রিপশন লাগবে জিও সিনেমাতেও। জানা গিয়েছে, আইপিএলের (IPL 2023) মরশুম শেষ হলেই ইউজারদের জিও সিনেমা দেখতে গেলে টাকা দিতে হবে।
তবে, সাবস্ক্রিপশন নেওয়ার পর জিও সিনেমায় আরও ১০০টি বেশি চলচ্চিত্র, টিভি সিরিয়াল দেখানোর পরিকল্পনা করছে কোম্পানির। ফলে আরও বেশি এন্টারটেইনমেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা।
সম্প্রতি ব্লু বার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স মিডিয়ার প্রেসিডেন্ট জ্যোতি দেশপান্ডে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, জিও সিনেমা সম্প্রসারণের পর পরিষেবার জন্য টাকা নেওয়া শুরু করবে।