একটা বিস্কুটের দাম ১ লক্ষ টাকা! অসম্ভব মনে হলেও এমনটাই হয়েছে। কারণ প্যাকেটে একটা বিস্কুট কম থাকার কারণে এই বিপুল অঙ্কের টাকা জরিমানার নির্দেশ দেওয়া হল আইটিসি সংস্থাকে (ITC)।
ঠিক কী হয়েছিল ?
ঘটনাটি ২০২১ সালের। চেন্নাইয়ের বাসিন্দা পি দিল্লিবাবু মানালির একটি দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কিনেছিলেন পথকুকুরদের জন্য। কিন্তু সানফিস্ট মেরি লাইট নামক সংস্থার বিস্কুটের প্যাকেটে ১৬টা বিস্কুট রয়েছে লেখা থাকলেও প্যাকেটে তিনি ১৫টি বিস্কুট পান।
আরও পড়ুন - লাফিয়ে বাড়ছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার প্রাইস, কারণ কী? জানুন
এরপর ওই দোকানে অভিযোগ করেন এমনকি সংস্থার কাছেও ব্যাখ্যা চান। সংস্থার জবাবে সন্তুষ্ট না হতে পারলে ক্রেতা উপভোক্তা আদালতের দ্বারস্থ হন তিনি। তার অভিযোগ ছিল ক্রেতাদের ঠকাচ্ছে সংস্থা। যদিও সংস্থা জানায়, বিস্কুটের সংখ্যা নয়। ওজন হিসেবে বিক্রি হয়। যদিও ওজনেও অসঙ্গতি থাকার কারণে সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করে আদালত।