Car Insurance:গাড়ির বিমায় খরচের পরিমাণ এবার নিজেই ঠিক করতে পারবেন

Updated : Jul 20, 2022 14:03
|
Editorji News Desk

গাড়ির বিমার জন্য কত টাকা খরচ করবেন, এবার থেকে তা ঠিক করতে পারবেন গাড়ির মালিক। সম্প্রতি IRDAI-র তরফ থেকে এই নিয়ম চালু করা হয়েছে। 

এই নিয়ম অনুসারে এবার থেকে গাড়ি এবং বাইকের জন্য বিমার ক্ষেত্রে বিভিন্ন ‘অ্যাড অন’ বেছে নিতে পারবেন মালিকরা। এই নতুন নিয়মে নিজের গাড়ি চালানোর উপর ভিত্তি করে যে সকল বিমার প্ল্যান রয়েছে সেগুলি বেছে নেওয়ার সুযোগ পাবেন গাড়ির মালিকরা।

IRDAI-র তরফ থেকে জানানো হয়েছে, একই মালিকের যদি একাধিক গাড়ি থাকে তাহলে সেই সমস্ত গাড়ি একটি বিমার আওতায় রাখতে পারবেন এবং দুর্ঘটনা ঘটলে ওই একটি বিমার আওতাতেই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী একই মালাকানাধীন প্রতিটি গাড়ির জন্য আলাদা করে বিমা করার দরকার নেই। তবে মোট গাড়ির সংখ্যার উপর অবশ্যই প্রিমিয়াম নির্ভর করবে।

IRDAI-র তরফে জানানো হয়েছে, যে সকল গাড়ি কম চলাচল করে সেই গাড়িগুলির ক্ষেত্রে বিমার প্রিমিয়ামের খরচ কম পড়বে। কোনও গাড়ি মাসে সর্বোচ্চ যে পথ অতিক্রম করবে তার উপর ভিত্তি করে প্রিমিয়াম নির্ধারিত হবে। যে গাড়ির ক্ষেত্রে যত বেশি দুর্ঘটনার ঝুঁকি থাকবে সেই গাড়ির জন্য তত বেশি প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ যে সকল গাড়ি সাধারণত দ্রুত গতিতে চালানো হয় সেই গাড়িগুলির ক্ষেত্রে প্রিমিয়াম বেশি দিতে হবে। কিন্তু কোন গাড়ি কতটা দ্রুত চলছে সেই বিষয়ে নজরদারি কী ভাবে রাখবে  IRDAI? এ জন্য গাড়িতে আগামীতে একটি বিশেষ ধরনের ডিভাইস লাগানো থাকবে। তার মাধ্যমে গাড়ির গতির উপর নিয়মিত নজরদারি করা হবে। 

Car InsuranceIRDAI

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে