Investment: ১ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা, এই তিন খাতে বিনিয়োগে বড় লাভের সুযোগ

Updated : Sep 24, 2024 07:29
|
Editorji News Desk

বর্তমান সময়ে প্রতিনিয়ত বাড়ছে সবকিছুর খরচ। আগামী কয়েকবছর পর উচ্চশিক্ষা থেকে শুরু করে হলিডে ট্রিপ, সবকিছুর খরচ মধ্যবিত্তের নাগাল থেকে বেরিয়ে যাবে। এমন ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। সেই কারণে বিনিয়োগের উপর জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কোন খাতে বিনিয়োগ করলে সবথেকে বেশি লাভবান হবেন? এই প্রতিবেদনে জেনে নিন যে তিনটি খাতে বিনিয়োগ করলে খুব অল্প সময়ে ১ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

পাবলিক প্রভিডেন্ট ফান্ড-
যে কেউ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে টাকা জমিয়ে আপনি ১ কোটি টাকা সঞ্চয় করতে পারেন। PPF ক্যালকুলেটর অনুযায়ী, ২৫ বছর ধরে কোনও বিনিয়োগকারী যদি প্রতি বছরে দেড় লাখ টাকা PPF এ বিনিয়োগ করতে পারেন এবং সুদের হার অন্তত ৭.১ শতাংশ থাকে তাহলে ওই বিনিয়োগকারী সবশেষে ১ কোটি তিরিশ হাজার টাকা ম্যাচুইরিটি ভ্যালু পাবেন।

FD-তে বিনিয়োগ-
ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট থেকেও নিজের সঞ্চয় ১ কোটি টাকা করতে পারেন। FD ক্যালকুলেটর অনুযায়ী ২৫ বছরের জন্য কেউ যদি ২৯ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন এবং সুদের হার ৫ শতাংশ থাকলে ওই বিনিয়োগকারী ১ কোটি টাকা ফেরত পাবেন। 

RD তে বিনিয়োগ-
রেকারিং ডিপোজিট-এর মাধ্যমেও যে কেউ ১ কোটি টাকা রিটার্ন পাবেন। তার জন্য প্রতিমাসে ৫৯ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। তবে নূন্যতম ৬.৫ শতাংশ হারে সুদ পেলে তবেই ১ কোটি টাকা পাবেন বিনিয়োগকারীরা। 

Investment

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে