টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সেরা প্রথম ১০০ কোম্পানির মধ্যে স্থান করে নিল ইনফোসিস। সব মিলিয়ে মোট ৭৫০টি সংস্থার নাম প্রকাশ করা হয়েছে। তার মধ্যে ওই তালিকায় ভারতীয় কোম্পানির সংখ্যা মাত্র ৭টি।
টাইম ম্যাগাজিন যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে ৬৪ তম স্থানে রয়েছে ইনফোসিস। বেঙ্গালুরুতে সংস্থাটির হেডঅফিস। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত দেশিয় এবং আন্তর্জাতিক স্তরে একাধিক পরিষেবা দিয়ে থাকে তারা। এছাড়াও ওই তালিকায় থাকা ভারতীয় সংস্থাগুলির মধ্যে রয়েছে উইপ্রো, রিলায়েন্স, HCL, HDFC ব্যাঙ্ক, WNS গ্লোবাল সার্ভিস এবং ITC।
ওই তালিকার একদম প্রথমে রয়েছে মাইক্রোসফট। এছাড়াও প্রথম দশে যে সংস্থাগুলি রয়েছে সেগুলি হল অ্য়াপেল, অ্য়ালফাবেট, মেটা, অ্য়াকসেনচার, ফাইজার, অ্য়ামেরিকান এক্সপ্রেস, ইলেকট্রিসাইট দে ফ্রান্স, বি এম ডাব্লু এবং ডেল টেকনোলজিস।
মূলত তিনটি বিষয়বস্তুর উপর পর্যালোচনা করে ওই তালিকা তৈরি করা হয়। সেগুলি হল কর্মী স্বাচ্ছন্দ, বার্ষিক আয় এবং স্থায়িত্ব। সবকিছু বিচার করে প্রথম ১০০ সংস্থার মধ্যে রয়েছে ইনফোসিসের নাম।