RBI: ‌এখনই নিষ্কৃতি মিলছে না মুদ্রাস্ফীতি থেকে, আর্থিক বৃদ্ধির হার কমার সম্ভাবনা, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

Updated : Apr 09, 2022 16:34
|
Editorji News Desk

মূল্যবৃদ্ধির চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) পূর্বাভাস দিল, এখনই নিষ্কৃতি মিলছে না এই অবস্থা থেকে। বরং, সারা বছর ধরেই চড়া থাকবে খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি (Inflation)। ঋণনীতি পর্যালোচনায় আরবিআই জানাল, খুচরো মুদ্রাস্ফীতির (Inflation) সম্ভাব্য হার আগে ৪.৫ শতাংশ রাখা হলেও পরের তিন অর্থ বর্ষের মুদ্রাস্ফীতি ৫ শতাংশের ওপর থাকার সম্ভাবনা।

আর্থিক বৃদ্ধির (GDP) হারও ৭.৮ শতাংশ থেকে কমে ৭.২ শতাংশ হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। জ্বালানি তেলের দামও ব্যারেলে ১০০ ডলারের আশেপাশেই থাকবে। একদিকে যুদ্ধ পরিস্থিতি, অপরদিকে কোভিডের (Covid new strain) নতুন স্ট্রেন- রিজার্ভ ব্যাঙ্ক আঙুল তুলছে এই দুইয়ের দিকেই।

আরও পড়ুন: সোনম-আনন্দের দিল্লির বাড়িতে চুরি ! খোয়া গেল ১.৪১ কোটি টাকা

বিশ্ব বাজারে ব্যারেলপিছু অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের গণ্ডি টপকে যাওয়ার বিষয়টি মাথায় রেখেই মুদ্রাস্ফীতির পূর্বাভাস বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার সঙ্গেই নতুন অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির (GDP) হার কাটছাঁট করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসের পর থেকে একটানা সর্বনিম্ন রয়েছে রেপো রেট। দেশের অর্থনৈতিক বৃদ্ধির পক্ষে তা সহায়ক হয়ে উঠবে বলে দাবি রিজার্ভ ব্যাঙ্কের (RBI)। তাদের  মুদ্রাস্ফীতির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যা ফেব্রুয়ারি মাসেই রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে উঠে ৬.০৭ শতাংশে পৌঁছে যায়।

RBIInflationprice hike

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে