ছোটদের টিকিট বিক্রি করেই লাভবান ভারতীয় রেল (Indian Railways)। গত সাত বছরে শুধুমাত্র কচিকাঁচাদের টিকিট (Ticket Price Of Children) বিক্রি করে ২৮০০ কোটি টাকা কোষাগারে তুলেছে রেল। সম্প্রতি তথ্যের অধিকার আইনে এক আবেদনের জবাবে এমনটাই জানিয়েছে ভারতীয় রেল।
পাঁচ থেকে ১২ বছরের শিশুদের দূরপাল্লা যাত্রার জন্য অর্ধেক ভাড়া দিলে শিশুদের অবিভাবকদের আসনে বসতে হয়। কিন্তু ২০১৬ সাল থেকে আইনে পরিবর্তন আনা হয়। এক্ষেত্রে পুরো ভাড়া দিলে শিশুদের জন্যও আসন সংরক্ষণ করা যায়। আর এই নতুন নিয়মেই লাভের মুখ দেখেছে রেল।
আরও পড়ুন - বুধে স্বস্তি, সোনা-রুপোর দামে কতটা পরিবর্তন ?
ভারতীয় রেলের টিকিট বিক্রি থেকে আয়-সহ বিভিন্ন হিসাব রাখে সেন্ট্রাল ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (ক্রিস)। ক্রিসই সম্প্রতি জানিয়েছে, ২০১৬ সালে এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত রেলের আয় হয়েছে ২,৮০০ কোটি টাকারও বেশি। আর এই পুরো আয় হয়েছে শিশুদের টিকিট থেকে।