কর্মক্ষেত্রে ছাঁটাই-প্রক্রিয়া অব্যাহত। এই গোটা প্রক্রিয়ায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলির একটি হল তথ্য-প্রযুক্তি বা আইটি। সর্বভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মচারিদের সংগঠন AIITEU-এর পক্ষ থেকে প্রকাশ করা একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, প্রায় নিঃশব্দে অন্তত ২০ হাজার আইটি কর্মচারীকে ছাঁটাই করেছে তাঁদের সংস্থা। যদিও, ওই রিপোর্টে এই কথাও বলা হয়েছে যে, এই সংখ্যাটা আরও বাড়তে পারে। যেহেতু, এমন অনেক ছাঁটাইয়ের ঘটনাই রয়েছে এই সেক্টরে, যা নিয়ে তাঁদের কাছে পর্যাপ্ত তথ্য নেই।
সাইলেন্ট লে-অফস বা নিঃশব্দ ছাঁটাই আইটি সেক্টরে খুবই পরিচিত একটি ঘটনা। যেখানে এক বা একাধিক কর্মচারীকে ৩০ দিন সময় দিয়ে সংস্থার মধ্যে নতুন কোনও কাজ খুঁজে নিতে বলা হয়। অথবা, কম বেতনের স্ল্যাবে চলে আসতে বলা হয়। তা না করতে পারলে তাঁদের ছাঁটাইয়ের বন্দোবস্ত পাকা করা হয়।
NITES প্রেসিডেন্ট হরপ্রিত সিং সালুজা জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে এক একজন কর্মীকে ১০-১২ ঘণ্টার জায়গায় ১৪-১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। সমস্ত কোম্পানির ক্ষেত্রেই প্রায় একই পরিস্থিতি। কাজের সময় ক্রমেই বাড়িয়ে দেওয়া হচ্ছে।