আয়কর বিভাগের পক্ষ থেকে নতুন ঘোষণা। কিছু যান্ত্রিক কাজ চলার কারণে শনিবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুর দুটো থেকে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত আয়কর দফতরের সরকারি ওয়েবসাইটটি বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি আয়করদাতাদের উদ্দেশে একটি টুইটও করা হয়। আয়করদাতারা তাঁদের কর-সংক্রান্ত সব কাজ যাতে এই সময়সীমা মেনে মিটিয়ে নেন, সেই অনুরোধও করা হয় ওই টুইটটির মাধ্যমে।
উল্লেখ্য, আয়করের ওয়েবসাইটে নানা যান্ত্রিক সমস্যা চলতে থাকার অভিযোগ অনেকদিনের। তা ঠিক করার লক্ষ্যেই এবং ওয়েবসাইটটিকে আরও বেশি করে গ্রাহক-বান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।