সোনার ওপর আমদানি শুল্কের পরিমাণ কমাতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন চলতি অর্থবর্ষের বাজেট। তার আগেই এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহালমহলে। সূত্রের খবর, এই মুহূর্তে সোনার ওপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হয়। কিন্তু, ইউরোপ, আমেরিকায় অর্থনীতির পতনের পূর্বাভাস থাকায় সোনার আমদানি শুল্ক নিয়ে সরকার একটা 'সমঝোতা'-য় আসতে চাইবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সোনার আমদানিতে বিশ্বের সমস্ত দেশের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। তাই, ভারতের এই সিদ্ধান্তে বিশ্বজুড়েই স্বর্ণব্যবসায়ীদের ওপর প্রভাব পড়তে পারে বলেও জানাচ্ছে সূত্র।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে সোনার রপ্তানিতে ৩.৪৬ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পর তা ২৭ শতাংশ কমে গিয়ে তার ঠিক পরের মাসেই দাঁড়ায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার।
ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রকের তরফে সোনার উপরে আমদানি শুল্ক কমানো নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। গয়না উৎপাদন সেক্টরে যাতে উৎপাদন ও রফতানি আরও বাড়ে, তার জন্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবারের বাজেটে আমদানি কমিয়ে দেশীয় পণ্যের উপরে কীভাবে নির্ভরশীলতা বাড়ানো যায়, তার উপরই জোর দেওয়া হবে।