সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে (Share Market Fall) (Sensex) ধস। সোমবার সকালে, বাজার খুলতেই ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটিতেও (Nifty) ধাক্কা। ১৭,৭৫০ মার্ক পড়েছে নিফটি। শেয়ার বাজােরর পতনে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এইচডিএফসি (HDFC), ইনফোসিস (Infosys)। রবিবার থেকেই আশঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা। সেই আশঙ্কাই সত্যি হল। সকাল ১০টার মধ্যে এক ধাক্কায় ১০টি কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে দেখা গিয়েছে চরম অনিশ্চয়তা। তাছাড়া ডলার ইনডেক্স বর্তমানে ১০০-র ওপরে। মূলত এই দুই কারণে নিম্নগামী হয়েছে শেয়ার সূচক।
সেনসেক্সের অন্তর্গত ৩০ টি কোম্পানির মধ্যে যাদের শেয়ারের দাম সবচেয়ে কমেছে, তারা হল ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক। অন্যদিকে, এনটিপিসি, টাটা স্টিল, এইচইউএল এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ১১২.৩৯ ডলার।