ATM: কার্ড ছাড়া নগদ টাকা তোলার সুবিধা পাওয়া যাবে সব এটিএমে, জেনে নিন কীভাবে টাকা তুলবেন

Updated : Apr 11, 2022 16:03
|
Editorji News Desk

ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) পথে আরও একধাপ এগোল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। কার্ড ছাড়া নগদ টাকা তোলার সুবিধা (Cardless withdrawal) এখন সব এটিএম (ATM) থেকেই পাওয়া যাবে। খুব শীঘ্রই এই সুবিধা দেশের সব এটিএমে পাওয়া যাবে বলে ইতিমধ্যেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI cardless withdrawal)। কিন্তু, কীভাবে কাজ করবে এটি? পুরো প্রক্রিয়াটিই নির্ভরশীল ইউপিআই'র ওপর।

আরও পড়ুন: জেএনইউ'র ঘটনায় এবিভিপি'র সদস্যদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা দায়ের করল পুলিশ 

জেনে নিন, কার্ড ছাড়া কীভাবে টাকা তুলতে পারবেন:

কার্ড ছাড়া টাকা (Cardless withdrawal) তুলতে গেলে সবার আগে প্রয়োজন ইউপিআই আইডি (UPI ID)। সংশ্লিষ্ট ট্রানজাকশনটি ইউপিআই আইডি (UPI ID) দ্বারা যাচাই করে নিতে হবে।

এটিএমে (ATM) গিয়ে 'ক্যাশলেস উইথড্রয়াল' অপশন (Cardless withdrawal) বাছতে হবে। 

এটিএমের স্ক্রিনে (ATM) একটি কিউআর কোড (QR code) ভেসে উঠবে। নিজের ইউপিআই অ্যাপের (UPI app) মাধ্যমে সেটি স্ক্যান করতে হবে।

তারপর ইউপিআই'র পিন নম্বর দিতে হবে। তাহলেই টাকা বেরিয়ে আসবে এটিএম মেশিনের ভিতর থেকে।

কার্ডলেস ট্রানজাকশনের ফলে এটিএম জালিয়াতি (ATM fraud) অনেক কম হয়ে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এখনও বহু ব্যাঙ্কে এমন সুবিধা নেই এবং প্রতিদিনের নির্দিষ্ট টাকা তোলার সীমাও রয়েছে। যা ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। এই সুবিধাও আবার বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্নরকম।

প্রসঙ্গত, ৬ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষের মুদ্রানীতি নিয়ে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তিন দিনের এই বৈঠকে দেশের আর্থিক অবস্থার ওপর চলে সার্বিক মূল্যায়ন। সেই মূল্যয়নের ওপর নির্ভর করে দেশের মুদ্রানীতির ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস। সেখানেই ভারতের সব এটিএমে ডেবিট কার্ড ছাড়াই টাকা তোলার কথা বলেন তিনি।

Cash Withdrawal LimitRBIATM

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে