ভাল 'বাসা' পাওয়াই দুষ্কর! যত দিন যাচ্ছে, তত চাহিদা বাড়ছে ভাল বাড়ি বা ফ্ল্যাটের। দু-কামরার ঘরে হাঁফিয়ে উঠছে নতুন প্রজন্ম। প্রবীণরাও চাইছেন খোলা আকাশ ও সবুজ ঘাস। তাই চাকরিজীবীদের (Employees) চাহিদা একটা মনের মতো বাড়ি। কিন্তু চাহিদার সঙ্গে জোগান আর কোথায়! সঙ্গে সঙ্গে বাড়ছে ইট, কাঠ, বালি, সিমেন্ট, পাথরের দামও। তাই দেশ জুড়েই বাড়ছে বাড়ি ও ফ্ল্যাটের দামও (House Price)। জানা গিয়েছে, এই বছর ৭.৫ শতাংশ দাম বেড়েছে বাড়ির। গত পাঁচ বছরে এই দামবৃদ্ধির হার (Price Rate Rise) সবথেকে বেশি।
সংবাদ সংস্থা রয়টার্সের একটি ভোট থেকে জানা গিয়েছে, ২০২৪ সালের মধ্যে বাড়ির দাম গোটা দেশে ৬ শতাংশ বাড়বে। গত ১১ মে থেকে ২৭ মে পর্যন্ত ১৩ জন প্রপার্টি অ্যানালিস্টদের (Property Analyst) ভোট নেওয়া হয়। গত মার্চ মাসে প্রপার্টি অ্যানালিস্টরা জানিয়েছিলেন, আগামী বছরের মধ্যে বাড়ি বা ফ্ল্যাটের দাম ৫ শতাংশ বাড়বে।
আরও পড়ুন: অস্ত্র রিজার্ভ ব্য়াঙ্কের হিসাব, জাল নোট নিয়ে মোদীকে বিধলেন ডেরেক
জানা গিয়েছে, মুম্বই, দিল্লি ও এনসিআরে আগামী বছর ও তার পরের বছর ৪ ও ৫ শতাংশ বাড়ির দাম বাড়বে। বেঙ্গালুরু ও চেন্নাইতেও বাড়ির দাম অনেকটাই বাড়বে। বেঙ্গালুরুতে ৫.৫ শতাংশ ও চেন্নাইতে ৬.৫ শতাংশ বাড়ির দাম বাড়বে।