চলতি বছরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দিল্লির তাপমাত্রা হাফ সেঞ্চুরি ক্রস করেছিল। আর এই পরিস্থিতিতে ঠান্ডা রাখতে দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন ঠান্ডা পানীয়। এমনই তথ্য দিয়েছে কোকা কোলা এবং পেপসিকো। পূর্ব, উত্তর এবং মধ্যভারতে সবথেকে বেশি পরিমাণ ঠান্ডা পানীয় বিক্রি করেছে তারা।
চাহিদা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে উৎপাদনও বৃদ্ধি করেছে ওই সংস্থাগুলি। ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি বাড়ানো হয়েছে। পেপসিকো-ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেপসি, সেভেন আপ, স্লাইসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এবং ক্রেতাদের সুবিধার জন্য সব জায়গাতেই এই পানীয়গুলি সহজলোভ্য করে তোলা হয়েছে।
শুধু পেপসিকো ইন্ডিয়ার পণ্য় নয়, কোকাকোলার পণ্যগুলির চাহিদাও একইভাবে বৃদ্ধি পেয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, থাম্বস আপ, মাজা, স্প্রাইট, মিনিট মেডের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিভিন্ন সংস্থার আইসক্রিম বিক্রিও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
নরম পানীয়র পাশাপাশি ডাবরের হেল্থ জুস বিক্রিও এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রিয়েল ফ্রুট জুস এবং গ্লুকোজ পোর্টফোলিও-তেও চাহিদা ব্যাপক বেড়েছে।