নতুন বছর শুরু হতে চলল! ২০২২ শুরুর আগেই ব্যাঙ্কের সমস্ত গ্রাহকের জন্য রইল এক গুরুত্বপূর্ণ তথ্য। গোটা দেশজুড়ে ২০২২ সালের জানুয়ারি মাসে সব মিলিয়ে অন্তত ১৬ দিন ছুটি থাকবে ব্যাঙ্কগুলি (Bank holidays)।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তালিকায় (RBI) অনুযায়ী, রাজ্যব্যাপী ছুটির সংখ্যা অন্তত ৯'টি। তাছাড়া, জাতীয় ছুটি ছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও রয়েছে। তার সঙ্গে ধরা হয়েছে রবিবারগুলিও। এই ছুটিগুলির সংখ্যা ৭।
দেখে নিন জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির দিনগুলি:
১ জানুয়ারি, ২০২২: ইংরেজি নববর্ষ
৩ জানুয়ারি, ২০২২: নববর্ষের উদযাপন/লোসুং
৪ জানুয়ারি, ২০২২: লোসুং
১১ জানুয়ারি, ২০২২: মিশনারি ডে
১২ জানুয়ারি, ২০২২: স্বামী বিবেকানন্দ-র জন্মদিন
১৪ জানুয়ারি, ২০২২: মকর সংক্রান্তি এবং পোঙ্গল
১৫ জানুয়ারি, ২০২২: উত্তরায়ণ পুণ্যকলা মকর সংক্রান্তি উৎসব
১৮ জানুয়ারি, ২০২২: থাই পুসম
২৬ জানুয়ারি, ২০২২: প্রজাতন্ত্র দিবস