ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে যে 'জিগির' তোলা হচ্ছে, তা বিশ্বাস করার কোনও অর্থ নেই। এমনটাই সাফ জানালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
কী বলেছেন রঘুরাম রাজন?
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন রঘুরাম রাজন। সেখানে তিনি জানিয়েছেন, নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ শিক্ষার উন্নয়ন এবং কর্মীদের দক্ষতা বাড়ানো। এবং যদি তা না করা হয় তাহলে তা যুব সমাজকে একাধিক সমস্যায় পড়তে হতে পারে।
তিনি বলেন, "এই যে জিগির তোলা হচ্ছে, তাকে সত্যি প্রমাণিত করতে আরও অনেক বছর কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। রাজনীতিকরা চান, আপনারা এই ধরনের জিগিরে বিশ্বাস করুন। ওঁরা মানুষের মনে লক্ষ্যে পৌঁছে যাওয়ার বিশ্বাস গড়ে তুলতে চান। কিন্তু সেই ফাঁদে পা দেওয়া খুব বড় ভুল হয়ে যাবে।"