শিল্পী ও কারিগরদের জন্য নয়া যোজনা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ২ লাখ টাকা করে ঋণ পাবেন তাঁরা। একইসঙ্গে প্রায় ১৫ হাজার টাকা করেও দেওয়া হবে ।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করবেন। এই সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্য়ান্ড এক্সপো সেন্টারে।
কী কী সুবিধা পাওয়া যাবে?
এই প্রকল্পের মাধ্যমে প্রথমে ১ লাখ টাকা করে ঋণ পাবেন শিল্পী ও কারিগররা। ৫ শতাংশ হারে সুদ সমেত ওই টাকা ফেরত দিতে হবে। ওই টাকা ফেরত দেওয়া হলে ফের ২ লাখ টাকা ঋণ নিতে পারবেন কারিগররা।
এর পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হবে। সেক্ষেত্রে প্রশিক্ষণের সময় দৈনিক ৫০০ টাকা করে দেওয়া হবে কারিগরদের। এবং অগ্রিম টুলকিট কেনার জন্য ১৫ হাজার টাকা করে পাবেন তাঁরা।
Read More- ঋষিতে মুগ্ধ নেট দুনিয়া, কী করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ?
এই প্রকল্পের ফলে কারা লাভ পাবেন?
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে দর্জি, ধোপা, মালা প্রস্তুতকারক, নাপিত, মাদুর প্রস্তুতকারক সহ ক্ষুদ্র ও কুটির শিল্পের কারিগররা সুবিধা পাবেন।