কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা অনুসারে যাঁদের মোট উপার্জন আয়কর ছাড়ের সীমার নিচে, তাঁদেরও বিশেষ বিশেষ ক্ষেত্রে আয়কর রিটার্ন (Income Tax Return 2022) দাখিল করতে হবে। চলতি অর্থবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে।
কাদের আয়কর রিটার্ন ফাইল বাধ্যতামূলক সেই বিষয়ে ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) বিশেষ নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা অনুসারে যাঁরা গত এক বছরে তাঁদের বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি বা তার বেশি টাকা জমা করেছেন, বিদেশ ভ্রমণ বাবদ ১ বছরে ২ লাখ টাকার বেশি ব্যয় করেছেন, বা ১ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন সেই সমস্ত ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এক্ষেত্রে তাঁদের বাৎসরিক উপার্জন আয়কর ছাড়ের সীমার নিচে থাকলেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
Income Tax Refund: ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে চাইলে এখনই করে ফেলুন এগুলো
২০২১-এর ২১ এপ্রিল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) ফের আরও একটি বিজ্ঞপ্তি জারি করে এই তালিকায় নতুন চারটি শর্ত যুক্ত হয়েছে। নতুন শর্তগুলি অনুসারে ব্যবসায় লাভ বা ক্ষতি যাই হোক না কেন, যদি কোনও ব্যক্তির ব্যবসার বাৎসরিক টার্নওভার ৬০ লাখ টাকার বেশি হয় তাহলে তাঁর আয় আয়করের আওতায় না এলেও তাঁকে রিটার্ন দাখিল করতে হবে।
যে সমস্ত পেশাদার কোনও সংস্থায় চাকরি না করে স্বাধীনভাবে কাজ করেন (যেমন, আর্কিটেকচার, ইঞ্জিনিয়র, উকিল, চিকিৎসক, অভিনেতা, ফ্রিল্যান্সার ইত্যাদি) তাঁদের ক্ষেত্রে গত আর্থিক বছরের আয় বাবদ রসিদ যদি ১০ লাখ টাকার বেশি হয়, তাহলে তাঁকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে।
যাদের গত আর্থিক বছরের উপার্জনের উৎসে কর (TDS) দিতে হয়েছে বা গত অর্থবর্ষে যাঁরা ২৫০০০ টাকার বেশি কর দিয়েছেন তাঁদের উপার্জন এবছর আয়কর ছাড়ের সীমার নিচে থাকলেও রিটার্ন ফাইল বাধ্যতামূলক। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সীমা ৫০০০০ টাকা ধার্য করা হয়েছে।
যাঁরা গত অর্থবর্ষে ব্যাঙ্কে নিজের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা করেছেন তাঁদের মোট উপার্জন করযোগ্য না হলেও এবছর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।