মধ্যবিত্তদের জন্য সুখবর । গত দু'দিন দাম বেশি থাকলেও, বুধবার সোনার (Gold-Silver Price Today ) দাম নিয়ন্ত্রণে । দাম বাড়েওনি ও কমেওনি । মঙ্গলবারের মতো একই রয়েছে । রুপোর দামও নেই কোনও পরিবর্তন ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) রয়েছে ৫৪,২০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ৫৯,১৩০ টাকা ।
আরও পড়ুন, Gold-Silver Price Today : মঙ্গলে চড়া সোনা-রুপো, জেনে নিন আজকের দর
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪২০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪২,০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯১৩ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯১,৩০০ টাকা
সোমবার থেকে রুপোর দাম ঊর্ধ্বমুখী রয়েছে । তবে , বুধবারের বাজার খুলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্য়বিত্তরা । কারণ, সোনার মতোই এদিন রুপোর দাম অপরিবর্তিত রয়েছে । এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৪,৮০০ টাকা ।