লক্ষ্মীবারে স্বস্তি মধ্যবিত্তদের । সোনা-রুপোর দাম গত কয়েকদিন ধরে নিম্নমুখী । বৃহস্পতিবারও বাজার খুলতেই দেখা গেল, সামান্য দাম কমেছে সোনার (Gold-Silver Price Today) । রুপোর দামও বাড়েনি । বরং অনেকেটাই কমেছে একে কেজি বাটের রুপোর (Silver Price) দাম ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা । এদিন ,সোনার নতুন দাম হয়েছে, ৫৪,৯০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামে সোনার দাম কমেছে ১১০ টাকা । দাম বেড়ে হয়েছে ৫৯,৮৯০ টাকা ।
আরও পড়ুন, ITC fined ₹1 lakh:একটা বিস্কুটের মূল্য এক লাখ টাকা ! জানেন কোন সংস্থাকে জরিমানা করা হল ?
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৪৯০
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৪৯০০০
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৯৮৯
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯৮,৯০০
বৃহস্পতিবার রুপোর দামও বাড়েনি । বরং অনেকটাই কমেছে । এদিন রুপোর এক কেজি বাটের দাম কমেছে ৭০০ টাকা । কলকাতায় নতুন দাম হয়েছে ৭৪ হাজার টাকা ।