ধনতেরাসের আগে সোনার দর নিম্নমুখী । সোমবারের পর ফের মঙ্গলবার দাম কমেছে সোনার । ইতিমধ্যে অধিকাংশ দোকানে শুরু হয়ে গিয়েছে ধনতেরাসের অফার । সামনেই আবার বিয়ের মরসুম । তাই গয়না কেনার মোক্ষম সময় এটাই ।
মঙ্গলবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা । আর ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম কমেছে ১১০ টাকা । এদিন, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫৬,২৫০ টাকা ও ৬১,৩৬০ টাকা ।
রুপোর দামেও স্বস্তি মিলেছে মধ্যবিত্তদের । ১ কেজি রুপোর বাটের দাম এদিন কমেছে ৭০০ টাকা । শহরে এদিন রুপোর দাম ৭৪,৫০০ টাকা ।