মঙ্গলবার দাম বেড়েছিল সোনার । তবে, বুধবার বাজার খুলতেই স্বস্তি । এদিন, কলকাতার সোনার দাম রয়েছে অপরিবর্তিত । অন্যদিকে, মঙ্গলবারের পর বুধবারও একই দর রয়েছে রুপোর ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী,বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৬০ টাকা । ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৫ হাজার ৬০০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম ৬০, ৬৫০ টাকা । এদিন রুপোর দামও অপরিবর্তিত রয়েছে । এদিন, কলকাতায়, ১ কেজি রুপোর বাটের দাম ৭৩ হাজার ৫০০ টাকা ।
উল্লেখ্য,শনিবার দাম কমেছিল সোনার । রবি ও সোম পরপর দু'দিনই অপরিবর্তিত ছিল । রুপোর দামও দু'দিন অপরিবর্তিত ছিল । মঙ্গলবার ফের দাম বাড়লেও বুধবার কিছুটা স্বস্তি দিল সোনা-রুপোর দর ।