মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী সোনার দর । রবি ও সোম পরপর দু'দিন অপরিবর্তিত ছিল দাম । কিন্তু, এদিন বাজার খুলতেই ফের চিন্তায় পড়ে গিয়েছেন ক্রেতারা । মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা । আর ২৪ ক্যারেটের দাম বেড়েছে ৩২০ টাকা । সোনার সঙ্গে রুপোর দরও বেড়েছে ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৫ হাজার ৬০০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম ৩২০ টাকা বেড়ে হয়েছে ৬০, ৬৫০ টাকা । সোনার সঙ্গে রুপোর দামও বেড়েছে । এদিন, কলকাতায়, ১ কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৫০০ টাকা । সেক্ষেত্রে বর্তমানে এক কেজি রুপোর বাটের দাম ৭৩ হাজার ৫০০ টাকা ।
উল্লেখ্য, শনিবার দাম কমেছিল সোনার । রবি ও সোম পরপর দু'দিনই অপরিবর্তিত ছিল । এছাড়া গত দু'দিন ধরে রুপোর দামও অপরিবর্তিত ছিল । তবে, কিন্তু, মঙ্গলবার আবারও দাম চড়ল সোনা-রুপোর ।