লক্ষ্মীবারে ফের লাফিয়ে বাড়ল সোনার দাম । গত কয়েকদিন ধরে সোনার দর নিয়ন্ত্রণে থাকলেও বৃহস্পতিবার বাজার খুলতেই ফের চিন্তায় ক্রেতারা । গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দাম অনেকটাই বেড়েছে । গত কয়েকদিনেক মতো রুপোর দরও ঊর্ধ্বমুখী ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৬৫০ টাকা । এদিন কলকাতায় এই পরিমাণ সোনার দর বেড়ে হল ৬৭ হাজার টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭১০ টাকা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৯০ টাকা ।
রুপোর দরও বেড়েই চলেছে । বৃহস্পতিবার এক কেজি রুপোর বাটের দাম ১৫০০ টাকা বেড়ে হয়েছে ৯৩ হাজার টাকা ।