বেশ কয়েকদিন ধরেই সোনার দাম রয়েছে নিয়ন্ত্রণে । কিন্তু, সেই স্বস্তি বজায় রইল না শুক্রবার । এদিন সামান্য দাম বাড়ল সোনার । ধনতেরাস আর বিয়ের মরসুমের আগে ফের নতুন করে দাম বাড়ায় চিন্তায় পড়ে গিয়েছেন মধ্যবিত্তরা ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী,এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম বেড়েছে ১০০ টাকা । এদিন, ২২ ক্যারেটের নতুন দাম ৫৬,৬০০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দামও বেড়েছে । একই পরিমাণ সোনা কিনতে খরচ করতে হবে প্রায় নতুন দাম দাঁড়িয়েছে ৬১,৭৫০ টাকা ।
তবে, শুক্রবার রুপোর দাম অপরিবর্তিত রয়েছে । বৃহস্পতিবারই একলাফে অনেকটা দাম বেড়েছিল । এদিন, একই দাম রয়েছে রুপোর । শুক্রবার এক কেজি রুপোর বাটের দাম ৭৪,৮০০ টাকা।