সপ্তাহের শুরুতেই স্বস্তির খবর । রবিবারের পর সোমবারও দাম বাড়ল না সোনার । গহনা সোনা ও পাকা সোনা, দুইয়েরই দাম কমেছে । সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪০০ টাকা । এদিন, কলকাতায় এই পরিমাণ সোনার দর হয়েছে ৬৬ হাজার ১০০ টাকা । পাকা সোনার ১০ গ্রামের দাম কমেছে ৪৪০ টাকা । ২৪ ক্যারেট সোনার নতুন দাম ধার্য করা হয়েছে ৭২,১১০ টাকা ।
এক কেজি রুপোর বাটের দামও অনেকটাই কমেছে । সোমবার কেজি প্রতি প্রায় ৭০০ টাকা কমে রুপোর নতুন দাম হয়েছে ৯২,৮০০ টাকা ।