সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে (Gold Price Today) স্বস্তি । রবিবার সোনার দাম ছিল অপরিবর্তিত । আর সোমবার সামান্য দাম কমল সোনার । এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম কমেছে ১১০ টাকা । অন্যদিকে, এদিনও রুপোর দামে (Silver Price) কোনও পরিবর্তন হয়নি ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোমবার ২২ ক্যারেট ১ গ্রামের দাম ৫,৪০৫ টাকা । ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৫৪,০৫০ টাকা । একইভাবে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হয়েছে ৫,৮৯৬ টাকা । ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৫৮,৯৬০ টাকা ।
আরও পড়ুন, GST Reduce: জিএসটিতে বড় ছাড়! দাম কমবে টিভি, মোবাইল, ওয়াশিং মেশিনের
রুপোর দাম দু'দিন ধরে অপরিবর্তিতই রয়েছে। এদিন, তাই এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭১,৯০০ টাকা ।